চলতি আইপিএলে বারেবারে ব্যর্থ হচ্ছিলেন কেকেআর তারকা সুনীল নারাইন। ওপেনে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তেই উইকেট ছুঁড়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন এই ক্যারেবিয়ান পাওয়ার হিটার। ফলে ওপেনিং জুটিকে নিয়ে চিন্তায় ছিল কলকাতা নাইট রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্ক। তবে অপর ওপেনার শুভমন গিল ভালোই ফর্মে। বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে তাই ওপেনিং জুটি পরিবর্তন করে কেকেআর। তরুণ তুর্কি রাহুল ত্রিপাঠিকেই পাঠানো হয় শুভমনের সঙ্গে। আর তাতেই বাজিমাৎ হল। এমএস ধোনি এই সুপারফ্যান একার হাতেই কার্যত চেন্নাই বোলারদের ছত্রভঙ্গ করলেন। কেকেআর-এর ১৬৭ রানের মধ্যে রাহুলের ব্যাট থেকেই এল ৮১ রান। আর তাতেই উচ্ছ্বসিত কেকেআর দলের মালিক বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি এদিনও গ্যালারিতে ছিলেন। ম্যাচের শেষে ‘ম্যান অফ দি ম্যাচ’ রাহুল ত্রিপাঠিকে নিয়ে গলাও ফাটালেন। এদিন ম্যাচ শেষে রাহুল যখন ম্যাচের সেরার পুরস্কার নিচ্ছিলেন তখন গ্যালারি থেকেই চিৎকার করে বললেন, ‘রাহুল, নাম তো শুনা হি হোগা?’ যা শুনে হাসিতে ফেটে পড়লেন সঞ্চালক হর্ষ ভোগলে ও সয়ং রাহুল।
Here's the video of SRK saying 'Rahul naam toh suna hoga'. Tripathi is blushing throughout. 💓 pic.twitter.com/2q0L1IIx52
— ɑeɡoη (@smirkesque) October 7, 2020
ম্যাচের পরও টুইট করেন কিং খান। টুইট বার্তায় কেকেআর দলের খেলোয়ারদের উদ্দেশ্যে কিং খান লেখেন, ‘আমাদের অল্প কিছু রান কম তোলা হয়েছিল, তবে বোলাররা আজ সেই খামতিটা ঢেকে দিল। ছেলেরা খুব ভালো খেলেছে। আর বলতেই হচ্ছে একজনের কথা, রাহুল ত্রিপাঠি… নাম তো শুনে ছিলাম…কাজটাও আজ ও কামাল করল। তোমরা সবাই সুস্থ থাকো, আরাম কর। ম্যাকুলাম তোমার সঙ্গে জলদি দেখা হচ্ছে’। উল্লেখ্য, এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে ভালো পারফর্ম করেছিলেন রাহুল। মাত্র ১৬ বলে মারমুখী ৩৬ রান করেছিল এই তরুণ ব্যাটসম্যান। তাই এই ম্যাচে তাঁকেই ওপেনে পায়ায় ব্রেন্ডম ম্যাককালাম।
Absolutely. https://t.co/2U0NUlElSQ
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2020
Post a Comment
Thank You for your important feedback