দশমীর দিন বিজয়ায় করুণ সুর মুর্শিদাবাদের বেলডাঙায়। বিসর্জনের সময় উল্টে গেল নৌকা, আর তাতেই জলে তলিয়ে গেলেন অনেকে। রাত পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। সোমবার ভোরে আরও একজনের দেহ উদ্ধার করছে প্রশিক্ষিত ডুবুরিরা। দশমীর বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখানকার ডুমনিদহ বিলে প্রতিমা ভাসান দিতে নিয়ে গিয়েছিলেন হাজরা পরিবারের সদস্যরা। প্রতিমা নৌকায় চাপিয়ে বিলের মাঝ বরাবর নিয়ে গিয়ে নিরঞ্জনের পরিকল্পনা হয়। সেইমতো একচালা প্রতিমা নৌকায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় বিলের মাঝখানে। প্রতিমাটি বিসর্জন দেওয়ার সময় আচমকাই উল্টে যায় প্রতিমা সহ নৌকাটি।

ফলে অনেকেই গিয়ে পড়েন বিলের জলে। কেউ কেউ সাঁতরে পারে উঠে এলেও কয়েকজন নিখোঁজ হন। পরে চারজনের দেহ পাওয়া গেলেও একজনের দেহ পাওয়া যায়নি। মৃতদের নাম সুখেন্দু দে (২১), রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০) ও সোমনাথ বন্দ্যোপাধ্যায় (২২)। নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৫)। সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। তাঁদের প্রচেষ্টায় ভোরের দিকে আরও একজনের দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম অগ্রাহ্য করে দু'টি নৌকায় অন্তত পঞ্চাশ জন ভাসানযাত্রী উঠেছিলেন। জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন ‘ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটায় উদ্ধারকাজে অসুবিধা হয়েছে। পুলিশ এখনও বিল জুড়ে তল্লাশি চালাচ্ছে। ওই নৌকায় বিধি না-মেনে এতজনের ওঠা উচিত হয়নি’।

Post a Comment
Thank You for your important feedback