নীতীশ কুমারের দিকে তাক করে ছোঁড়া হল চপ্পল। সোমবার মজফফরপুরে নির্বাচনী প্রচারের সময়কার ঘটনা। সাকরায় একটি সভায় ভাষণ শেষ করে হেলিকপ্টারে ওঠার সময় তাঁর দিকে চপ্পল ছোঁড়া হয়। তবে সেইসময় নীতীশ হেলিকপ্টারের কাছে না থাকায় তাঁর গায়ে তা লাগেনি। মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্বাচনী প্রচার বেরিয়ে মীতীশকুমারকে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তাতে বহুবার মেজাজ হারিয়েছেন তিনি। সোমবার সাকরা এবং মহুয়ায় নির্বাচনী সভায় নীতীশ আরজেডিকে আক্রমণ করে বলেন, তারা ভোটের আগে লোকক ঠকানোর জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তাদের কাজে কোনও আগ্রহ নেই। চারা একটি পরিবারের উন্নতির জন্যই তারা কাজ করে। নীতীশের দাবি, তিনি প্রতিশ্রুতিকে কাজে পরিণত করেছেন। মহুয়ায় তেজস্বীর ভাই তেজপ্রতাপ এই কেন্দ্রে জিতলেও এবার সমস্তিপুরের হাসানপুর থেকে লড়ছেন।

Post a Comment
Thank You for your important feedback