পুরোহিত ভাতা ও পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থে মামলা

গত সপ্তাহেই আসন্ন দুর্গাপুজো আয়োজনে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা এককালীন অনুদান ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে অর্থ সঙ্কটে ভোগা পুজো কমিটিগুলি যাতে সুষ্ঠভাবে পুজোর আয়োজন করে তার জন্যই এই অনুদান বলে জানান মুখ্যমন্ত্রী। এই অনুদান কেন? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করলেন জনৈক সৌরভ দত্ত। তিনি বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতা। অপরদিকে পুরোহিত ভাতা নিয়েও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। দুটি মামলাই শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে আগামী বুধবার এই দুই মামলার শুনানি। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দিতে শুরু করে তৃণমূল সরকার। ২০১৯ সালে এর পরিমান বাড়িয়ে ২৫ হাজার করে সরকার। এবার কোভিড পরিস্থিতিতে এই অনুদানের অঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিল রাজ্য। কিন্তু এই অনুদানের জন্য দেশের ধর্মনিরেপেক্ষতা ক্ষুন্ন হবে বলেই মামলা দায়ের করেছেন মামলাকারী। উল্লেখ্য, এর আগেও একই ইস্যুতে মামলা হয় হাইকোর্টে। সেবার ‘সেফ ড্রাইভ- সেভ লাইফ’ প্রকল্পের প্রচারেই এই টাকা অনুদান দেওয়ার কথা জানায় রাজ্য। ফলে মামলাটিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post