লিসবনে স্পেনের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক সেই সময় চোর ঢোকে তাঁর বাড়িতে। পর্তুগালের এই বাড়িতেই অবসর কাটান সি আর সেভেন সাথে বান্ধবী জর্জিনা ও তাঁর ছেলেমেয়েরা। অবশ্য জানা গিয়েছে খুব বেশি কিছু চুরি যায় নি, রোনাল্ডোর সই করা কয়েকটা জার্সি মাত্র যার দাম ২০০০ ইউরো। পরে সিসিটিভিতে দেখা গেছে যে রোনাল্ডোর গ্যারাজ দিয়ে চোর ঢুকে এই চুরিটি করেছে। দিলদরিয়া সি আর সেভেন অবশ্য এ নিয়ে কোর্ট কাছারি করতে নারাজ।
Post a Comment
Thank You for your important feedback