টাকা, মোবাইলের স্ক্রিনে ২৮ দিন পর্যন্ত টিকে থাকে করোনা ভাইরাস

 

কয়েকদিন ধরে করোনা সংক্রমণে ভাটার লক্ষণ থাকলেও একটি গবেষণায় উঠে এল ভয়ানক তথ্য। মুদ্রা বা নোট, কাঁচ, স্টিলে করোনা ভাইরাস ২৮ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। সাধারণ ফ্লু-র জীবাণুর থেকেও দীর্ঘসময় এই ভাইরাসের জীবনীশক্তি থাকে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা CSIRO-এর গবেষকরা এমনই তথ্য দিচ্ছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে সাধারণ ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস।

প্লাস্টিক, কাগজের নোট, মুদ্রা বা কয়েন, মোবাইলের স্ক্রিনে ব্যবহৃত মসৃণ কাঁচেও এর উপস্থিতি ২৮ দিন পর্যন্ত থাকতে পারে নোভেল করোনা ভাইরাস। ফলে নিয়মিত সাবান ও হ্যান্ডওয়াশে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করে মোবাইল ফোন, মুদ্রা ও নোট জীবাণুমুক্ত করতে পরামর্শ দিচ্ছেন বিজ্ঞাণীরা। নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ২০, ৩০ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কৃত্রিম শ্লেষ্মায় উপস্থিত শুকনো ভাইরাস পরীক্ষা করে এই ফল মিলেছে। বিজ্ঞানী মহলের সতর্কবাণী, গরমের তুলনায় শীতকালে বেশি ভোগাবে এই করোনা ভাইরাস। কারণ বিজ্ঞানীদের দাবি, ৪০ ডিগ্রি তাপমাত্রায় এই ভাইরাসের কার্যকারিতা অনেকটাই কমে যায়। ফলে আসন্ন শীতে সাবধান।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post