আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জেরে সোমবার তাঁর সমস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে ঠিক কী হয়েছে দিলীপবাবুর সেটা জানা যায়নি। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভার্চুয়াল সভা ছিল। তাতেই যোগ দেওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদের। সূত্রের খবর, ওই সভায় তিনি যোগ দেননি। পরে জানা যায়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাই আপাতত বাড়িতেই বিশ্রামেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করতে বাড়িতেই ডাকা হয় চিকিৎসককে। জানা যাচ্ছে, সোমবারের তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। আপাতত সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন দিলীপ ঘোষ।
Post a Comment
Thank You for your important feedback