ইমরানের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান

 

প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। করাচি শহরে প্রধান বিরোধী দলগুলোর ১০ হাজারের বেশি নেতাকর্মী রবিবার সমাবেশ করেছেন। ইমরান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করতে ১১টি প্রধান বিরোধী দল পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করেছে। এই জোটটি গত মাসের শেষের দিকে গঠন করা হয়। বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ইমরানকে ক্ষমতায় বসিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সমাবেশে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রহমান এবং পাকতুখোয়া মিল্লি আওয়ামি চেয়ারম্যান মেহমুদ আচাকজি বক্তৃতা করেন।করোনার জেরে পাকিস্তানের অর্থনীতিতেও প্রবল মন্দা। সেখানে মুদ্রাস্ফীতি দুই অঙ্কে পৌঁছে গেছে। আর্থিক বৃদ্ধি পৌঁছেছে নেগেটিভে। এ জন্য ইমরান খানের সরকারকে দায়ী করছে বিরোধী দলগুলো। ইমরান খান সরকারের ক্ষমতার মেয়াদ দুই বছর। এ সময়ে তিনি ভিন্ন মতাবলম্বী, সমালোচক ও বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানে পরের জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post