ঢাকার অর্ধেক বাসিন্দাই করোনায় আক্রান্ত

বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। অ্যান্টিবডি পরীক্ষায় এই ফল পাওয়া গিয়েছে। সোমবার বাংলাদেশে করোনা পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণার জন্য ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডের মধ্যে একটি মহল্লা বাছাই করে ১২০টি বাড়ি এই সমীক্ষা চালানো হয়। এছাড়া ৮টি বস্তিকে এই সমীক্ষায় যুক্ত করা হয়। সমীক্ষা চলে জুন থেকে আগস্ট পর্যন্ত। তাতে দেখা যায়, অ্যান্টিবডি পরীক্ষায় ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার বস্তিগুলোয় আক্রান্ত হয়েছেন ৭৪ শতাংশ মানুষ। গবেষকদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। করোনার কোনও লক্ষণ ছিল না এমন ৪৫ শতাংশ ঢাকার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে বলে রক্ত পরীক্ষায় ধরা পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এই গবেষণা করেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post