পুজোর বোধনেই রাজ্যবাসীকে ভার্চুয়াল বার্তা দেবেন মোদি, আসবেন শাহ

আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে দুর্গাপুজো। আর এই পুজোতেই জনসংযোগ বাড়িয়ে নিতে চাইছে সব রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পুজোর প্রচার শুরু করে দিয়েছে। এবার বিজেপির পালা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বোধনের দিনই বাংলার আম জনতার উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে মোদি সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী অমিত শাহ স্বয়ং আসছেন বাংলায়। উত্তরবঙ্গে তিনি সাংগঠনিক বৈঠক করবেন, কয়েকটি পুজোর উদ্বোধনও করতে পারেন।

সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। একুশের মহা-লড়াইয়ের আগে বিজেপির দুই শক্তিশালী নেতার এই জোড়া কর্মসূচি রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কৈলাশ বিজয়বর্গীয় এদিন জানান, ‘আগামী ২২ অক্টোবর ভার্চুয়াল মাধ্য়মে বাংলার মানুষের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পবিত্র উৎসবে বঙ্গবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী’। তিনি আরও বলেন, ‘দলের বৈঠকে যোগ দিতে উত্তরবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুজোর আগে আসার চেষ্টা করছেন তিনি। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি’। বিভিন্ন ইস্যুতে রাজ্য বিজেপি তৃণমূল সরকারকে রাজনৈতিক আক্রমণ জোরদার করেছে। রাজ্যজুড়ে আন্দোলনও সংগঠিত করছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে বিজেপির দুই মুখ পুজোর আগেই রাজ্যবাসীকে বার্তা দিতে চলেছেন। যা দলীয় নেতা-কর্মীদের আরও উজ্জীবিত করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post