টানা ৫ সপ্তাহ কমছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫,৩৪২

 

 টানা ৫ সপ্তাহ দেশে দৈনিক করোনা সংক্রমণ কমতির দিকে। মঙ্গলবার এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। গত ৯ সেপ্টেম্বর থেকে তাদের গড় হিসেবে এই তথ্য পাওয়া গিয়েছে। সরকারি হিসেবে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর গড় দৈনিক সংক্রমণ ছিল ৯২,৮৩০। সেপ্টেম্বরের ১৬ থেকে ২২ সেপ্টেম্বরে তা হয়েছে ৯০,৩৪৬। ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর দৈনিক সংক্রমণের গড় ছিল ৮৩,২৩২। পরের দুই সপ্তাহে তা ছিল যথাক্রমে ৭৭,১১৩ এবং ৭২,৫৭৬। একইভাবে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ৯ অক্টোবর তা কমেছে ৯ লাখেরও নীচে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫৫,৩৪২ জন। মোট আক্রান্ত এখন ৭১ লাখ ৭৫ হাজার। ১৮ আগস্টের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৫৫ হাজার হল। একদিনে মারা গিয়েছেন ৭০৬ জন। মোট মৃত ১,০৯,৮৫৬ জন। সুস্থ হয়েছেন ৬২ লক্ষেরও বেশি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post