লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। করোনার কারণে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গত মঙ্গলবার। মাঝে তাঁর অবস্থার সামান্য উন্নতি হলেও এখন তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। জ্বর এবং অন্যান্য অনেক সমস্যা রয়েছে। শনিবার তাঁর প্লাজমা থেরাপিও হয়। তবে সৌমিত্রের বয়স ও আনুষঙ্গিক রোগ চিন্তা বাড়িয়েছে চিকিতসকদের। এর ফলে উৎকন্ঠা বেড়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা তথা বাঙালির প্রিয় অপু, সকলের ফেলুদা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনায় মগ্ন টালিগঞ্জ তথা তাঁর ভক্তমহল।
Post a Comment
Thank You for your important feedback