চমকে দিয়েছেন আম্পায়ার পশ্চিম

 

চমক হয়ে দেখা দিয়েছেন আইপিএলের আম্পায়ার পশ্চিম পাঠক। ডেভিড শেফার্ড থেকে ডিকি বার্ড বা হালের বিলি বাউডেন। ক্রিকেটারদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন কারণে জনপ্রিয়তা পেয়েছেন আম্পায়াররাও। সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের রবিবারের ম্যাচে তাঁকে দেখে সোশাল মিডিয়া উচ্ছ্বসিত। কাঁধ ছাপানো কোঁকড়া চুল দেখে অনেকে ধরেই নিয়েছিলেন তিনি মহিলা। মহিলা আম্পায়ারকে ম্যাচ চালানোর দায়িত্ব দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ জানাতেও শুরু করে দিয়েছিলেন অনেকেই। কিন্তু পরে জানা গেল, তিনি লম্বা চুলের আম্পায়ার মহিলা নন। তিনি পুরুষ। নাম, পশ্চিম পাঠক।৪৩ বছর বয়সী পশ্চিম পাঠক মুম্বইয়ের বাসিন্দা। বহু বছর ধরে আম্পায়ারিং করছেন। ২০০৯ সাল থেকে তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং শুরু করেন। ভারতের ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচের জন্য তিনি রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন। ২০১২ সালে মহিলাদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেও আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন পশ্চিম পাঠক। ২০১৫ সালে আইসিসির ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে হেলমেটে মাথায় দিয়ে মাঠে নেমেছিলেন। সেটা আসলে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজের মর্মান্তিক স্মৃতির জন্য। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে সিডনিতে সাউথ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন হিউজ। আইপিএলে তাঁর স্টাইল এখন কোঁকড়া চুলের উপর ক্যাপ এবং গগলস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post