আই লিগ ট্রফি ঢুকল বাগানে, শিকেয় উঠল করোনাবিধি

কোথায় করোনার দুরত্ববিধি? করোনা আবহে যেকোনও জমায়েতের ওপর বিধিনিষেধও আরোপিত হয়েছে। কিন্তু এই বঙ্গে সেটা পালনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলগুলি মিছিল, অবরোধ, বিক্ষোভের নামে জমায়েত করছেন। তালিকায় বাদ নেই শাসকদলও। এবার আরও বড় এক জমায়েত দেখল শহর কলকাতা। আই লিগ জয়ের ট্রফি নিয়ে মোহন সমর্থকদের উল্লাস মিছিল। চলতি করোনা আবহে আই লিগ জয়ী মোহনবাগান ক্লাবকে ট্রফি দিতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। রবিবার দীর্ঘ প্রতীক্ষার পর মোহনবাগান ক্লাবের কর্তাদের হাতে আই লিগ ট্রফি তুলে দিল ফেডারেশন।


বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে করোনাবিধি মেনেই হয় ওই অনুষ্ঠান। কিন্তু বাইরের ভিড় ছিল অনিয়ন্ত্রিত। যত বেলা বেড়েছে ভিড়ও বেড়েছে। উচ্ছ্বাসে আবেগে ভেসেছেন মোহন সমর্থকরা। শহরের রাজপথে উড়ল সবুজ-মেরুন আবির। জ্বলল মশাল। কিন্তু শিকেয় উঠল করোনাবিধি। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়েই লিগ চ্যাম্পিয়ন ট্রফি হাতে হই-হুল্লোড় দেখা গেল সমর্থকদের। ময়দানে মোহনবাগান তাঁবুর বাইরে ছিল জনসমাগম। কয়েক হাজার সভ্য সমর্থক এদিন হাজির ছিলেন ক্লাব তাঁবুতে। ইএম বাইপাস থেকে বিশাল এক বাইক মিছিল আই লিগ ট্রফি নিয়ে আসে ময়দানে ক্লাব তাঁবুতে। আর আঁতকে ওঠার মতো সেই মিছিল দেখে সিঁদুরে মেঘ দেখলেন বিশেষজ্ঞরা। সামনেই দুর্গাপুজো, তার আগে মোহনবাগান সমর্থকদের এই জমায়েত কপালে চিন্তার ভাঁজ বাড়ল বৈকি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post