কড়া বার্তা চিনকে, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ

মাঝ সাগরে যুদ্ধজাহাজ থেকে ভারতের সুপারসনিক ক্রুজ মিশাইল ব্রহ্মস সফলভাবে উৎক্ষেপণ করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। নৌসেনার ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। ফলে দক্ষিণ চিন সাগরে চিনের বাড়তে থাকা গতিবিধিকে সতর্কবার্তাও দেওয়া গেল বলে মনে করছে কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিন আরব সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রতিটি লক্ষ্যই নিখুদভাবে ভেদ করেছে ব্রহ্মস। এই সুপারসনিক ক্রুজ মিসাইলকে ইতিমধ্যেই প্রাইমস্ট্রাইক অস্ত্র হিসাবে দেখতে শুরু করেছে ভারতীয় সেনা।

উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসেই এই পর্যায়ের সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছিল ভারত। তবে সেটা ছিল ভূমি থেকে আকাশে। এবার কোনও যুদ্ধজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হল। যা সফলভাবে লক্ষ্যভেদ করেছে। ফলে জলপথে ভারতের শক্তি কয়েকগুণ বেড়ে গেল নিঃসন্দেহে। নতুন সংস্করণে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটার। আর যে যুদ্ধজাহাজ থেকে এদিন ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হল তার পাল্লা ৩০০ কিমির কাছাকাছি। ডিআরডিওর প্রধান সতীশ রেড্ডি জানিয়ে দিয়েছেন, ‘সেনা যেভাবে, যে প্রযুক্তির ওপর নির্ভর করে অস্ত্র চাইবে, সেই প্রযুক্তিতেই মিসাইল তৈরি করতে প্রস্তুত ভারতের এই সংস্থা’। চিনের সঙ্গে সংঘাতের আবহেই ইতিমধ্যে লাদাখ সীমান্তে ব্রহ্মস মোতায়েন করেছে ভারত। এবার যুদ্ধজাহাজ থেকে সফল পরীক্ষা করে চিনকে আরও কড়া বার্তা দিল ভারত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post