ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট ২০২০ (NEET)-এর ফল প্রকাশ করা হবে সোমবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষার ফল প্রকাশ করবে। সোমবার অনলাইনেই পরীক্ষার্থীরা জানতে পারবেন ফল। NTA-এর অফিশিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in থেকে জানা যাবে ফল। এছাড়া mcc.nic.in ওয়েবসাইটেও ফল ও র্যাঙ্কিং লিস্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে পরীক্ষার্থীরা ফল ও র্যাঙ্কিং লিস্ট জানতে পারবেন। এদিনই সর্বভারতীয় র্যাঙ্কিং লিস্ট প্রকাশ করা হবে। এছাড়া এদিন NEET-এর সমস্ত সেটের চূড়ান্ত উত্তরপত্রের OMR-Sheet প্রকাশ করবে NTA। তবে কখন ফল ওয়েবসাইটে আসবে সেটা জানানো হয়নি। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর করোনা আবহেই NEET 2020 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গোটা দেশে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ।
Post a Comment
Thank You for your important feedback