এবছরের সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি-সাহিত্যিক লুইসি গ্লুক। বৃহস্পতিবার তাঁর ঘোষণা করা হয়েছে। এযুগের অন্যতম সেরা কবি বলেই সাহিত্য সমালোচকরা তাঁকে চিহ্নিত করেন। ১৯৪৩ সালে নিউইয়র্কে জন্ম সুইসির। পড়াশোনা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নিঃসঙ্গতা, বিচ্ছেদ, মৃত্যুর পাশাপাশি পরিবারও তাঁর কবিতার উপজীব্য। গ্রিক ও রোমান মহাকাব্যের অনুসঙ্গও আসে তাঁরা কাব্যচর্চায়। বহু বই লিখেছেন লুইসি গ্লুক। পেয়েছেন ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। ১৯৬৮ সাল প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ফার্স্টবর্ন। এছাড়া, হাউস অন মার্শল্যান্ড, দ্য গার্ডেন, ডিসেন্ডিং ফিগার, ট্রায়াম্ফ অফ অ্যাকিলিস থুবই প্রশংসিত। পুলিতজার পেয়েছিলেন দ্য ওয়াইল্ড আইরিশ বইয়ের জন্য। বর্তমানে গ্লুক ইয়েল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। থাকেন ম্যাসাচুসেটের কেমব্রিজে।
Post a Comment
Thank You for your important feedback