বিজেপির অভিযান ছত্রভঙ্গ হতেই নবান্নে মমতা

 

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে স্যানিটাইজ করা হবে নবান্নকে। তাই বৃহস্পতি ও শুক্রবার দু’দিন নবান্ন তালাবন্ধ। রাজনৈতিক শিবারের অভিমত, বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে ফিকে করতেই মুখ্যমন্ত্রীর এই চাল। এদিন বিজেপির নবান্ন অভিযানের সময় শহরে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ঝাড়গ্রাম জেলা সফরে। এদিন বেলা আড়াইটা নাগাদ তিনি ফিরলেন হাওড়ায়। ততক্ষণে অবশ্য বিজেপির অভিযান জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী এদিন দুপুরে হেলিকপ্টারে হাওড়া ডুমুরজলার একটি মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামেন। এরপর সোজা বন্ধ নবান্নে পৌঁছে যান তিনি।

 

সূত্রের খবর তিনি নবান্নে বেশিক্ষণ ছিলেন না। কারণ ছুটি থাকায় নবান্নে কোনও আধিকারিক-কর্মীই আসেননি। এমনকি মুখ্যমন্ত্রীর দফতরেও কেউ ছিলেন না। তাই ফিরে যান মুখ্যমন্ত্রী। তিনি নবান্ন থেকে সোজা চলে যান ভবাণীভবন। সেখানে রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্তারিত তথ্য যাচাই করেন। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী বিজেপির নবান্ন অভিযানের বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন। উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার কয়েকটি এলাকা। তুলকালাম বাধে হাওড়া ফোরশোর রোড, জিটি রোড, আন্দুল রোড, কলকাতার হেস্টিংস ও হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রের থেকে সমগ্র রিপোর্ট নিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post