প্রয়াত রামবিলাস পাসোয়ান

প্রয়াত হলেন রামবিলাস পাসোয়ান। দীর্ঘদিনের রাজনীতির অলিন্দে থাকা রামবিলাস বৃহস্পতিবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। ভর্তি ছিলেন দিল্লির এক হাসপাতালে, সেখানে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়। কিন্তু তারপরেই তাঁর অবস্থার অবনতি হয়। লড়াই অবশেষে থেমে যায় বৃহস্পতিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধী শিবিরের সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের নানা মহলের রাজনৈতিক ব্যাক্তিত্বরা। তিনি বর্তমানে কেন্দ্রীয় সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। ক্যাবিনেট মন্ত্রীর মৃত্যুতে শুক্রবার দেশের রাজধানী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এই দলিত নেতার রাজনৈতিক জীবন শুরু হয় জয়প্রকাশ নারায়ণের হাত ধরে। লালু প্রসাদ, নীতিশ কুমার, শারদ যাদবদের সঙ্গেই তাঁর রাজনীতির দৌড় সমানতালে চলেছে। ১৯৭৫-এ জরুরি অবস্থার সময়ে জেলবন্দি হন রামবিলাস। ১৯৭৭ সালে প্রথম লোকসভার সদস্য হন। প্রথমবার কেন্দ্রীয়মন্ত্রী হন ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ভি পি সিংহের মন্ত্রিসভায়। তারপর বহুবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, রামবিলাস কিন্তু সময়ের সাথে নিজেকে যুক্ত করে সরকারি দলেই সুবিধা পেয়েছেন। বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য থেকেছেন। অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এবং সব শেষে নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। বেশ কিছুদিন অসুস্থ থাকায় তাঁর দল লোক জনশক্তির দায়িত্ব দিয়েছিলেন পুত্র চিরাগের হাতে। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। এই ভোটে একাই লড়ছে রামবিলাসের দল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post