ট্রাম্প হাটাও ‘বিক্ষোভ মিছিলে’ পথে হাজার হাজার মহিলা

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই ট্রাম্প বিরোধী বিক্ষোভ জোড়াল হচ্ছে। এই ভয়াবহ করোনা আবহে ওই দেশে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবুও ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ মার্কিনীরা। তাঁদের যত না রাগ লিবারেল পার্টির উপর তার থেকেও বেশি ক্রোধ ডোনাল্ড ট্রাম্পের উপর। মার্কিনী নাগরিকদের বক্তব্য, আমেরিকায় একজন আত্মঅহংকারী ক্লাউন দেশ চালাচ্ছে। শনিবার ওয়াশিংটন ডিসি তে কয়েক হাজার মহিলা মিছিল করে ট্রাম্পকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দেওয়ার দাবিতে। একই সঙ্গে তাদের দাবি, সুপ্রিম কোর্টের সদ্য মনোনীত প্রধান বিচারপতি এমি কোনি ব্যারেটকে অপসারণ করতে হবে। করোনাবিধিকে উপেক্ষা করেই কয়েক হাজার মহিলা এদিন ওয়াশিংটনের রাজপথে পা মিলিয়েছেন। শুধু রাজধানী শহরেই নয়, আমেরিকার অন্যান্য শহরেও হয়েছে ট্রাম্প বিরোধী মিছিল। সবমিলিয়ে এই প্রথম আমেরিকার ভোট জমজমাট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post