‘তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে’, কটাক্ষ দিলীপের


কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের শাসকদলকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে মানিকতলায় একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে গতকাল তাঁর গাড়ির ওপর হামলার প্রসঙ্গ। সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও মুখ খুলেছেন। 

 

তিনি বলেন, ‘তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। আমরা সংগঠন বাড়াচ্ছি। বাংলায় পরিবর্তনের চেষ্টা করছি। তৃণমূল তো ভেঙে যাচ্ছে। নিজেদের লোকেদের  সামলাতে পারছে না। কোনও বিধায়ক ইস্তফা দিচ্ছেন। কেউ বলছেন, আর দাঁড়াব না। এটা সবে শুরু হল’। শাসকদলের অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। টিএমসির খিচুড়ি কী হয়েছে, সেটা জানি না। কাল তো রানিগঞ্জে দুই গোষ্ঠীর লড়াইয়ে গুলি হয়েছে। সেখানে মানুষ মারাও গিয়েছে। এরপরই তিনি বলেন, ‘দলটা আবর্জনায় ভরে গিয়েছে। কোনও ভদ্রলোক থাকতে পারেন না। রাজনীতি করতে চাইলে আমরা আগেই আহ্বান করেছি। আসুন বাংলার পরিবর্তন করুন’। 

 

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই অন্য সুরে বক্তব্য রাখছেন সরকারের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই ইস্তফা দেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। কার্যত বিদ্রোহ করে বসেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, মিহির গোস্বামী। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই ব্যস্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم