৫ লাখ ডলারে নিলামে বিক্রি হয়ে গেল বব ডিলানের চিঠি, অপ্রকাশিত গান। হাতে লেখা ব্লোয়িং ইন দ্য উইন্ড-এর পাণ্ডুলিপিও। ডিলানের বন্ধু সহ সঙ্গীতকার টোনি গ্লোভারের সংগ্রহ থেকে পাওয়া গিয়েছে এইসব। টোনি মারা গিয়েছেন গতবছর। এক সপ্তাহ ধরে চলেছে নিলাম।
এই সংগ্রহের মধ্যে রয়েছে ডিলানের ব্যক্তিগত চিঠি। একটি সাক্ষাৎকারের পাতায় তাঁর নোট। সবগুলি বিক্রি হয়েছে ৪,৯৫,০০০ ডলারে। ১৯৬৪ সালে প্রথম দেখার পর একটি লেখায় তিনি বিটলসের জন লেনন আর রিঙ্গা স্টারকে বলেছে "ঠান্ডা।" সবথেকে বেশি দর উঠেছে ২০১১ সালে লেখা ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটির পাণ্ডুলিপি, যার দর ওঠে ১,০৮, ২৫৩ ডলার। তাছাড়া, ১৯৬২ সালে লেখা অপ্রকাশিত গানের পাতা বিক্রি হয়েছে ৩৮,৭৮১ ডলারে।
Post a Comment
Thank You for your important feedback