ইগরের জোড়া গোলে হার বাঁচাল গোয়া


 ২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বেঙ্গালুরু এফসি। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল গোয়া এফসি। রবিবার সন্ধ্যায় আইএসএলের ম্যাচ আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠল। তিন মিনিটের ব্যবধানে পরপর দুই গোল দিয়ে  ম্যাচ ড্র করল এফসি গোয়া।

অপরদিকে এগিয়ে থেকেও ম্যাচ ড্র হওয়ায় হতাশ সুনীল ছেত্রীরা। রবিবার গোয়ার ফতোরদা স্টেড়িয়ামে ম্যাচের ২৭ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন এই মরশুমের ব্রাজিলীয়ান স্ট্রাইকার সিলভা, হরমনজোৎ সিং খাবরার থ্রো বলে হেড দিয়ে। ৪৩ মিনিটে তিনি বল সাজিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রীকে। 

 


দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে হুয়ানান আরও একটি গোল দিয়ে এগিয়ে দেয় বেঙ্গলুরুকে। সবাই ধরে নিয়েছিল ম্যাচ জিতছে সুনীলরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন গোয়ার কোচ। ছোট ছোট পাসে বেঙ্গলুরুর রক্ষণভাগ ভাঙেন গোয়ার  প্লেয়াররা। ৬৬ মিনিটে পায়ে বল পেয়ে ব্যবধান কমান ইগরে অ্যাঙ্গুলো। ২ মিনিট পরেই দ্বিতীয় গোল অ্যাঙ্গুলোর। ম্যাচে এগিয়েও না জিতে মাঠ ছাড়তে হল সুনীলদের। এইভাবে ম্যাচ ড্র করে দু দলই ১ পয়েন্ট করে পেল। লিগ তালিকায় বেঙ্গালুরু এফসি তৃতীয় স্থানে ও এফসি গোয়া চতুর্থ স্থানে রয়েছে।

ছবিঃ টুইটার

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post