২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বেঙ্গালুরু এফসি। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল গোয়া এফসি। রবিবার সন্ধ্যায় আইএসএলের ম্যাচ আক্রমণ ও প্রতি আক্রমণে জমে উঠল। তিন মিনিটের ব্যবধানে পরপর দুই গোল দিয়ে ম্যাচ ড্র করল এফসি গোয়া।
We fought back, courtesy Igor Angulo brace. The Gaurs had to settle for a draw against Bengaluru FC at the Fortress! 🧡💪🏻
— FC Goa (@FCGoaOfficial) November 22, 2020
#RiseAgain #FCGBFC #HeroISL pic.twitter.com/IzYszf2NLG
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে হুয়ানান আরও একটি গোল দিয়ে এগিয়ে দেয় বেঙ্গলুরুকে। সবাই ধরে নিয়েছিল ম্যাচ জিতছে সুনীলরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন গোয়ার কোচ। ছোট ছোট পাসে বেঙ্গলুরুর রক্ষণভাগ ভাঙেন গোয়ার প্লেয়াররা। ৬৬ মিনিটে পায়ে বল পেয়ে ব্যবধান কমান ইগরে অ্যাঙ্গুলো। ২ মিনিট পরেই দ্বিতীয় গোল অ্যাঙ্গুলোর। ম্যাচে এগিয়েও না জিতে মাঠ ছাড়তে হল সুনীলদের। এইভাবে ম্যাচ ড্র করে দু দলই ১ পয়েন্ট করে পেল। লিগ তালিকায় বেঙ্গালুরু এফসি তৃতীয় স্থানে ও এফসি গোয়া চতুর্থ স্থানে রয়েছে।
ছবিঃ টুইটার
Post a Comment
Thank You for your important feedback