ফের বিয়ে করলেন প্রভু দেবা


 

প্রেমিকা ও তাঁর ফিজিওথেরাপিস্ট হিমানীকে বিয়ে করলেন প্রভুদেবা। করোনা আবহে এই বিয়েতে উপস্থিত ছিলেন গুটিকয়েক পরিবারের সদস্য। প্রভুদেবার ভাই রাজু সুন্দরম একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই কথা জানিয়েছেন। এ বছরের মে মাসে হিমানি নামের এক ডাক্তারকে বিয়ে করেছেন ৪৭ বছরের ডান্স কিং প্রভু দেবা।

প্রভুদেবার পা এবং পিঠের একটি অস্ত্রোপচার চলাকালীন হিমানির সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। তখনই একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তার আগে অবশ্য দুমাস তারা লিভইন সম্পর্কে ছিলেন। লকডাউনের সময় একেবারেই অনাড়ম্বরভাবে দুই পরিবারের উপস্থিতিতে চেন্নাইতে বিয়ে করেছেন তারা।

প্রসঙ্গত, ২০১০ সালে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। তা জানতে পেরে অনশনে বসার হুমকি দেন লতা। শেষমেশ ২০১১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরে নয়নতারার সঙ্গেও সম্পর্ক ভেঙে যায়। তার পর প্রভুদেবা এবং নয়নতারা, দু’জনেই অভিনয় থেকে সাময়িক বিরতি নেন। নয়নতারা সঙ্গে সম্পর্ক ভাঙার পর বলিউডে মনোনিবেশ করেন প্রভুদেবা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post