বৃহস্পতিবার 'দিল্লি চলো' বিক্ষোভে যোগ দিতে বুধবার থেকেই হাজার হাজার কৃষক জমায়েত হচ্ছেন পাঞ্জাব-হরিয়ানার সীমান্তে। তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানাতে দিল্লিতে তাদের বিক্ষোভ কর্মসূচি। তাদের আটকাতে হরিয়ানার বিজেপি সরকার জারি করেছে ১৪৪ ধারা। তাদের মিছিল শুরুর আগেই প্রায় ১০০ জন কৃষক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের খবর, বিক্ষোভের জন্য কম করেও ২ লক্ষ কৃষক জড়ো হবেন। কৃষকদের সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি বলবীর সিং রাওয়াল বলেছেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী সীমান্ত সিল করে বোঝাতে চাইছেন পাঞ্জাব ভারতের অংশ নয়। তাঁরা শান্তিপূর্ণভাবে হিমাচল, জম্মু কাশ্মীরের রাস্তা বন্ধ করে রাখবেন। পথেই শুরু হবে ধরনা।
এই বিক্ষোভে অংশ নিচ্ছে কৃষকদের ৩৩টি সংগঠন। তারা দেশের ৪৭০টি সংগঠনের সঙ্গে রাজধানীতে লাগাতার ধরনা শুরু করতে চলেছে। তাদের আটকানো হলে তারা দিল্লি যাওয়ার সব পথ বন্ধ করার হুমকিও দিয়েছে। আইন প্রত্যাহার পর্যন্ত তারা বিক্ষোভ চালাবে ও পথেই লঙ্গর তৈরি করবে। দিল্লি পুলিশও তাদের দিল্লিতে ঢুকতে দেবে না বলে জানিয়েছে। সেজন্য ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। আম্বালা-দিল্লি, হিসার-দিল্লি, রেওয়ারি-দিল্লি, পালওয়াল-দিল্লি হাইওয়ে আটকানো ব্যবস্থা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback