করোনা আক্রান্ত শীর্ষ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জীবনাবসান হয়েছে। ৭১ বছরের এই নেতা বুধবার ভোররাতে গুরগাঁওয়ের একটি হাসপাতালে মারা গিয়েছেন। একমাসের উপর তিনি ভর্তি ছিলেন। নেহরু-গান্ধি পরিবারের একান্ত নির্ভরযোগ্য এই নেতার মৃত্যুতে শোকাহত সোনিয়া গান্ধি বলেছেন,অপূরণীয় ক্ষতি, দীর্ঘদিনের এক সহযোদ্ধা বন্ধুকে হারালাম। শোক জানিয়েছেন রাহুল গান্ধিও। সমাজসেবার তাঁর অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
১৯৪৯ সালের ২১ আগস্ট তাঁর জন্ম। ঘনিষ্ঠদের মধ্যে তাঁর পরিচয় ছিল আহমেদভাই বলেই। তিনি আটবারের সাংসদ। তিনবার লোকসভা এবং পাঁচবার রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। ছিলেন কংগ্রেস সর্বোচ্চ নীতিনির্ধারক ওয়ার্কিং কমিটির সদস্যও। বর্তমানে ছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ। ইউপিএ আমলে তিনিই ছিলেন দল ও সরকারের মধ্যেকার যোগসূত্র।
১৬ বছর সোনিয়া গান্ধির রাজনৈতিক সচিব হিসেবে কাজ করেছেন তিনি। মূলত সংগঠনের মানুষ, যাঁর সঙ্গে শরদ পাওয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। প্রবল জনতা পার্টির হাওয়াতেও তিনি ১৯৭৭ সালে গুজরাতের ভারুচ থেকে জিতে সবার নজর কেড়েছিলেন তিনি। রাজ্যসভার ভোটে বিজেপির সম্মিলিত চেষ্টা সত্ত্বেও জিতেছিলেন গুজরাতে।
Post a Comment
Thank You for your important feedback