ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় নিভার, আশঙ্কায় দক্ষিণের তিন রাজ্য

 

ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণঝড় নিভার প্রবল বেগে ধেয়ে আসছে তামিলনাডুর দক্ষিণপূর্ব উপকূলে। বুধবার রাতে তা তামিলনাড়ু, পণ্ডিচেরী উপকুল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন সকালে তা পুদুচেরী থেকে ৩১০ কিলোমিটার দূরে। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও এর প্রভাব পড়বে। বুধবার সকাল থেকেই চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে তামিলনাড়ুর রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ১২০ মিমি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব জমায়েত, দোকানপাট। বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। পণ্ডিচেরীতে আগামী তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে।

পূর্বাভাসে জানা গিয়েছে, মামল্লাপুরম ও কারাইকলের মাঝে বুধবার রাতে নিভার ১৫৪ কিলোমিটার পর্যন্ত বেগে আছড়ে পড়বে। আগামী ৬ ঘণ্টায় ঝড় উত্তরপশ্চিমে সরে যাবে। এরই পরিপ্রেক্ষিতে চেন্নাই থেকে একাধিক বিমানের উড়ান বাতিল করা হয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের কর্মীদের। তৈরি রাখা হয়েছে সেনা জওয়ানদের ১২টি দলকেও। আশঙ্কা, তিনটি রাজ্যের ১৫টি জেলায় এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post