করোনা পরবর্তী সময় প্রথম বিদেশ সফর টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ব্লু ওয়ারিয়রা। এই ম্যাচে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আসতেই পারে ১৯৯২ বিশ্বকাপের কথা। কারণ, জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে নতুন জার্সি টিম ইন্ডিয়ার। এবং ১৯৯২ বিশ্বকাপে ভারতীয় দলের সেই জার্সির সঙ্গে অনেকখানি মিল রয়েছে এই নতুন জার্সির।
২৭ নভেম্বর ভারতীয় দলের প্রথম ওয়ান-ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া পৌঁছেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এর সঙ্গেই চলছিল কঠিন এই সিরিজের প্রস্তুতি। তার মাঝেই সামনে এল টিম ইন্ডিয়ার নতুন জার্সির ডিজাইন। সোশাল মিডিয়ায় শিখর ধাওয়ান নয়া জার্সি গায়ে ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে, ১৯৯২ বিশ্বকাপের জার্সির সঙ্গে নতুন জার্সির মিল। নেটিজেনদের মধ্যে অনেকে আবার সচিনদের পুরনো সেই জার্সির ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।New jersey, renewed motivation. Ready to go. 🇮🇳 pic.twitter.com/gKG9gS78th
— Shikhar Dhawan (@SDhawan25) November 24, 2020
১৯৮৫ বিশ্বকাপের জার্সি গায়ে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০১৮-১৯-এ ভারত সফরে অস্ট্রেলিয়া দলকেও। চলতি বছরে বিশ্বকাপের নতুন ডিজাইনার জার্সিই গায়ে দেখা গিয়েছে বহু দেশকে। এবার দেখা যাবে ভারতকে।
Post a Comment
Thank You for your important feedback