জ্যান্ত সাপকেই গিলে খেল ব্যাঙ, তুমুল ভাইরাল ভিডিও

ইন্টারনেটের দৌলতে বিশ্বের কত আজব ঘটনাই না সামনে আসে প্রতিদিন। এবার সামনে এল আশ্চর্য এক ঘটনা। আমরা সাধারণত জেনে এসেছি, সাপ ব্যাঙ খায়, কিন্তু ব্যাঙও যে সাপ খায় সেটা জানেন কতজন? মঙ্গলবারই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক আধিকারিক সুশান্তকুমার নন্দা একটি আশ্চর্য ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন। যা দেখে সত্যিই চমকে উঠছেন নেটিজেনরা। কেন? 

 দেখুন সেই ভিডিও….

 

 

মাত্র ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি জ্যান্ত সাপকে ধরে দিব্বি মুখে পুরেছে একটি ব্যাঙ। এবং ধীরে ধীরে সেটিকে উদরস্থ করে নিখুঁত দক্ষতায়। সাপটি প্রতিরোধ করলেও পার পায়নি। খাদ্য-খাদকের সম্পর্ক অনুযায়ী সাপ ব্যাঙকে খায়। বইয়ের পাতায় এতদিন আমরা এটাই পড়ে আসছি। কিন্তু ঘটনা উল্টো হতে পারে সেই ধারণা অনেকেরই ছিল না। ফলে ভিডিওটি শেয়ার হতেই মূহূর্তে ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিওটি রি-টুইট করেন। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ। বন্যজীবনের খাদ্যশৃঙ্খলে এখন সবকিছুই সম্ভব।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post