২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ!

তিনি সংক্রমিত কিনা তা জানতে গত সাড়ে চারমাসে ২২ বার করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ নিজেই জানিয়েছেন এই কথা। ঠিকমতো যাতে নিজের কাজ করতে পারেন সেই জন্যই এই সতর্কতা। দুবাইয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বর আইপিএল চলার সময় তাঁর আশপাশেই অনেকে আক্রান্ত হয়েছিলেন। তাতেই তিনি প্রতিবারই পরীক্ষা করিয়েছেন। তবে একবারও নিজে তিনি পজিটিভ হননি। 

সৌরভ জানান, তিনি বাবা, মায়ের সঙ্গে থাকেন। দুবাইয়ে গিয়েছিলেন। ফলে তিনি চিন্তিত ছিলেন সবার জন্যই। চেষ্টা ছিল যাতে তিনি নিজে না সংক্রমিত হন। এখন বায়ো বাবলে আছেন প্রায় ৪০০ জন। দুই-আড়াই মাসে অন্তত ৩০-৪০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। দেখা হয়েছে, যাতে সবাই সুস্থ ও নিরাপদ থাকেন। এটা ছিল ভারতের টুর্নামেন্ট।

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় টিম পুরো তৈরি বলে জানান সৌরভ। ২৭ নভেম্বর থেকে সিরিজ শুরু হচ্ছে। তবে তিনি আশ্বস্ত, অস্ট্রেলিয়ায় বেশি করোনা সংক্রমণ ছড়ায়নি। সীমান্তও বন্ধ। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে খেলোয়াড়দের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post