সরকার গড়তে চলেছে মহাগঠবন্ধনই। বৃহস্পতিবার আরজেডি বিধায়কদলের বৈঠকে তেজস্বী যাদব এই কথা জানিয়েছেন। আগামী একমাস দলের বিধায়কদের পাটনা না ছাড়তেও বলেছেন তিনি। এখন তাঁরা যেন নিজেদের কেন্দ্রে ফিরে না যান। সরকার গড়ার সময় বিজেপির সহযোগী হিন্দুস্তান আওয়াম মোর্চা বা বিকাশশীল ইনসান পার্টি কা অবস্থান নেয় তার জন্য অপেক্ষা করবে আরজেডি। তিনি বলেন, মহাগঠবন্ধনের থেকে এনডিএ মাত্র ১২,২৭০টি ভোট বেশি পয়েছে। অথচ সিট পেয়েছে ১৫টি বেশি।
শেষবেলায় যেসব কেন্দ্রে পোস্টাল ব্যালট গোনা হয়েছে, সেগুলিতে নতুন করে ভোটগণনার দাবি জানিয়েছেন তেজস্বী। তাঁর অভিযোগ, বহু কেন্দ্রে ৯০০ পোস্টাল ব্যালট বাতিল করা হয়েছে।তাঁর সাফ কথা, মাত্র ৪৩টি আসন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনও অধিকারই নেই নীতীশ কুমারের। জনমত পরিষ্কার আরজেডির পক্ষে। নির্বাচন কমিশন এনডিএ-র পক্ষে। ২০১৫ সালেও একই ঘটনা ঘটেছিল। পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback