এবার অন্যরকম পুজো ঠনঠনিয়ায়

ঠনঠনিয়া কালীবাড়ি ইংরেজি ১৮০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবছর ৩১৭ তম বর্ষে পড়েছে এই কালীবাড়ি। প্রত্যেক বছর ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই বছরে করোনার পরিস্থিতিতে খুব বেশি হলে আসবেন হয়তো অর্ধেকেরও কম ভক্ত। এবার সবাইকে মাস্ক পড়তেই হবে। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুতে হবে। 

 

প্রত্যেক বছর মায়ের যেভাবে পুজো হয় এবং ভোগ হয় সেভাবেই কিন্তু এ বছরেও হবে। তবে ভক্তদের ভোগ বিতরণ করা হবে না। মন্দিরের ভিতরে কোন ভক্তকে প্রবেশ করতে দেয়া হবে না। মন্দির কর্তৃপক্ষ এটাও বলেন যদি আমরা দেখি ভক্তদের প্রচণ্ড ভিড় হচ্ছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন আমরা মন্দির বন্ধ করতে বাধ্য হব। সরকারের গাইডলাইন মেনে চলা হচ্ছে। এছাড়া পুলিশ প্রশাসন ও মন্দিরে থাকবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post