রাজ্যে বিভিন্ন প্রান্তে বিজেপির সভা-মিছিলে যোগদানের আগেই বাধা দেওয়ার নজীর কম নয়। বুধবার বীরভূমের সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতির সভায় যোগদান করতে যাওয়া নিয়ে তুলকালাম বাঁধল। অভিযোগ, বিজেপি কর্মীদের সভায় যেতে বাধা দিয়ে গুলি চালানো হয়েছে। তাতে গুলিবিদ্ধ হয়েছেন দুই বিজেপি কর্মী। অভিযোগের তীর শাসকদলের দিকেই। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা নিষ্ক্রিয় ছিল বলেও দাবি বিজেপির। ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়েই বোলপুর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বীরভূমের সিউড়িতে জনসভা করার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এই সভাতেই যোগ দিতে বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন। অভিযোগ, স্থানীয় শিমুলিয়া মোড়ের কাছে বিজেপির কর্মী সমর্থকদের গাড়ি আটকে ভাঙচুর ও মারধোর শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
এমনকী, গুলি চালানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতাদের। পাশাপাশি আহত হয়েছেন বহু বিজেপি কর্মী। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
Post a Comment
Thank You for your important feedback