এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ নেতা। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নরেন দত্ত মঙ্গলবার গভীর রাতে মারা গিয়েছেন। কোচবিহারের নিশিগঞ্জের কাছে কোতোয়ালি থানা এলাকার ঘোষপাড়ায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ একটি ছোট চারচাকা গাড়ি নিয়ে মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলেন ওই তৃণমূল যুব নেতা। ঘোষপাড়ার কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গাড়ি থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা নরেন দত্তকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূলের নেতারা। তরুণ এই নেতার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback