দুর্লভ গোলাপি হিরে। বিশ্বের সবথেকে বড়। পাওয়া গিয়েছিল রাশিয়ায়। জেনেভায় সাদবির নিলামে তার দর উঠল ২ কোটি ৬৬ লাখ ডলার। তার ভারতীয় মুদ্রায় দাম হল ১৯৮ কোটি।
হিরেটির নাম "স্পিরিট অফ দ্য রোজ"। ১৪.৮৩ কারাটের এই হিরের শেষপর্যন্ত এই দর ওঠে। এটা বিশ্ব রেকর্ড। মার্বেলের মাপের হিরেটি অনলাইন নিলামে ওঠামাত্র নিমেষেই সর্বনিম্ন দর ২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঙ্ক ছাড়িয়ে যায়। সর্বোচ্চ দর যে দিয়েছে তার নাম জানা যায়নি। নিলামদারদের মতে, এই হিরে প্রকৃতির বিস্ময়। দুর্লভ বলেই গোলাপি রত্নের দাম এখন আকাশছোঁয়া।
"স্পিরিট অফ দ্য রোজ" ২৭.৮৫ কারাটের পাথর থেকে পাওয়া গিয়েছিল। রাশিয়ার উত্তর সাইবেরিয়ার শাকা রিপাবলিকের আলরোসার এক হিরে খননকারী কোম্পানি এই হিরেটি খুঁজে পেয়েছিল। তারপর প্রায় একবছর বহু যত্নে হিরেটিকে কেটে ফিনিশ করে। সেটির গোলাপি রং যােত নষ্ট না হয়, খেয়াল রাখা হয়েছিল সেদিকেও।
গোলাপি হিরের বিশ্ব রেকর্ড ছিল ২০১৭ সালের। সেবার হংকংয়ে "সিটিএফ স্টার পিঙ্ক" নামে একটি হিরে বিক্রি হয়েছিল ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলারে। এপ্রযন্ত রেকর্ড দামে যেসব হিরে বিক্রি হয়েছে তার পাঁচটিই গোলাপি। এই মাসেই সবথেকে অস্ট্রেলিয়ায় আরগাইলে বড় গোলাপি হিরের খনি বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকেই দুনিয়ার ৯০ ভাগ গোলাপি হিরে সরবরাহ করা হত।
Post a Comment
Thank You for your important feedback