বিহার জয়ের পরই এবার বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল বঙ্গ বিজেপি। বিহারে বিধানসভায় মাত্র একটি আসনের জন্য দ্বিতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে। জোটসঙ্গীদের নিয়ে তাঁরাই বিহারে সরকার গড়বে। দেশের অন্যান্য রাজ্যেও উপনির্বাচনে বিজেপির জয়জয়কার। এবার পরবর্তী ভোট পশ্চিমবঙ্গে। তাই ২০২১ সালের এই রাজ্যের বিধানসভা নির্বাচনেও ভালো ফল করার আশা প্রকাশ করছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফলে বিহার ভোটে তাঁদের সাফল্যের উদাহরণ টেনেই এবার এই রাজ্যেও প্রচারের প্রস্তুতি নিয়ে ফেলল বঙ্গ বিজেপি। বুধবারই এক নতুন স্লোগান সামনে আনল তাঁরা। ‘এবার বাংলা পারলে সামলা’, স্লোগানকে সামনে রেখেই প্রচার শুরু করতে চলেছে বিজেপি। সেইসঙ্গে ‘এইবার পশ্চিমবঙ্গ’ লেখা একটি নতুন পোস্টারও প্রকাশ করল বিজেপি।
বিহারে বিজেপির জয়লাভ প্রমাণ করেছে রাজ্যে তৃণমূলের অবলুপ্তি আসন্ন। #এবার_বাংলা_পারলে_সামলাhttps://t.co/i4gDmjfrYY pic.twitter.com/vcgJeOWvBR
— Dr. Sukanta Majumdar (@DrSukantaMajum1) November 11, 2020
রাজ্যের একাধিক বিজেপি সাংসদ এবং রাজ্য নেতা এদিন টুইট করে বিহার ভোটে বিজেপির সাফল্য তুলে ধরেন। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, এবার তাঁদের লক্ষ্য বাংলায় সরকার গঠন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেছেন, ‘বিহারের ফলাফল দেখি রাজ্যের বিজেপি কর্মীরা উজ্জীবিত হবেন। তারা আরও ভালো করে কাজ করার উৎসাহ পাবেন। তাই বাংলার ভোটে প্রভাব পড়বে। আর বিধানসভা ভোটে বিজেপি সাফল্যা পাবে। এটা স্পষ্ট মানুষ নরেন্দ্র মোদির ওপর ভরসা রাখছেন’।
The people of Bihar came out in favor of Democracy. Bihar is one step towards building a self-reliant India. Now it is Bengal’s turn.
— Locket Chatterjee (@me_locket) November 11, 2020
#এবার_বাংলা_পারলে_সামলা pic.twitter.com/VBnxDnbM1K
বিজেপি সাংসদ ডাঃ সুকান্ত মজুমদার টুইটে লিখেছেন, বিহারে বিজেপির জয়ই প্রমাণ করছে এই রাজ্যে তৃণমূলের বিদায় আসন্ন। সেই সঙ্গে তিনি বিজেপির নতুন পোস্টারও শেয়ার করেছেন। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও টুইট করে জানিয়েছেন, বিহারের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন। তাঁরা আত্মনির্ভর ভারতের দিকে আরও এক ধাপ এগিয়ে দিলেন। বিজেপি নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ও একই ভাষায় তৃণমূলের সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে বলে লিখেছেন।
#এবার_বাংলা_পারলে_সামলা https://t.co/2ve0TrBj6t
— Nisith Pramanik (@NisithPramanik) November 11, 2020
বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘বিজেপির বিজয়রথ বিহার হয়ে পশ্চিমবঙ্গের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা। বিহারের মানুষকে শুভেচ্ছা। মোদিজির ওপর ভরসা করার জন্য ধন্যবাদ। আমি বাংলার মানুষের কাছে আবেদন করছি, আমাদেরও একবার সুযোগ দিন’। সবমিলিয়ে এদিন কলকাতায় বিজেপির রাজ্য সদর দফতরের সামনে ছিল উৎসবের মেজাজ। আবির উড়িয়ে মিষ্টি বিতরণ করে বিহার জয়ের সেলিব্রেশন করলেন বিজেপি কর্মী সমর্থকরা।
Post a Comment
Thank You for your important feedback