কালিয়াগঞ্জে বিজেপির ১২ ঘন্টার বনধ

কালিয়াগঞ্জ থানার নশিরহাট এলাকার ঘটনা। ৪ নভেম্বর রাতে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। মৃতার আত্মীয়ের অভিযোগ, তাঁকে গণধর্ষন করার পর হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার ২০ দিন পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি আন্দোলনে নামে।পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে, কালিয়াগঞ্জে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।


পুলিশ জানায়, ৪ নভেম্বর রাতে জয়ন্তী দাস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। তাঁরধূ নাম জয়ন্তী দাস জানা গিয়েছে। মৃতার আত্মীয়ের অভিযোগ করছেন, মৃতার স্বামী বাড়িতে মদের আসর বসায়। তখনই তাকে গণধর্ষণ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে মৃতার পরিবারের লোকেরা স্বামী উজ্জ্বল সরকার এবং শ্বাশুড়ি হিমা সরকারকে মারধোর করে বলে জানা যায়। এছাড়া তাদের বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। বালুরঘাট-রায়গঞ্জ রাস্তা অবরোধ করে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিজেপি সমর্থকরা রাস্তায় নামে। পুলিশের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়।বিজেপি সমর্থকরা পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয়। 

 

পুলিশ এই ঘটনায় মৃতার স্বামী এবং শ্বাশুড়িকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যা বলে পুলিশ জানিয়েছে। বিজেপি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে চারদিনের ধর্না বসে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মৃতার বাড়িতে যান। পুলিশের উপর চাপ বাড়াতে মঙ্গলবার ১২ ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি। 

 

বনধে দোকানপাট বন্ধ থাকলেও রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক খোলা ছিল। শহর জুড়ে ব্যপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিজেপি বনধের সমর্থনের মিছিল বের করে। কালিয়াগঞ্জ থানার পুলিশ ২০ জন বিজেপি সমর্থকদের আটক করে। বিজেপি সমর্থকদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি করে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকদের একাংশ।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post