'শুভেন্দু দলেই আছেন', দু'দফার বৈঠকের পরও মুখ খুললেন না সৌগত

'শুভেন্দু তৃণমূলেই আছেন। তিনি দলবিরোধী কিছু বলেননি।' মঙ্গলবার একথা জানিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দলে নানা বিষয়ে মতভেদ হতে পারে। তা মিটিয়ে নিতে সময় লাগে। তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দুই দফার বৈঠকের পর তিনি এদিন এর বেশি কিছু বলতে চাননি। 


অন্যদিকে, তাঁকে নিয়ে নানা জল্পনার মধ্যেই এদিন খেজুরিতে হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে একটি পদযাত্রায় অংশ নেন শুভেন্দু। পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন খেজুরির বিধায়ক। পদযাত্রার শেষে শুভেন্দু বলেন, তৎকালীন পুলিশ হার্মাদদের সাহায্য করেছিল। সেদিন তিনি এসেছিলেন কামারদায়, যেখানে হার্মাদবাহিনী ছিল। থ্রি নট থ্রি রাইফেল ছিল। তিনি তাদের তাড়া করেছিলেন। তার পিছনে ছিল জনতা। 

 

শুভেন্দুর কথায়, প্রতিবছর এই দিবস পালন করা হয়। তখন খেজুরির মানুষকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। মানুষের মাঠের ধান পুড়িয়ে দেওয়া হত, পুকুরে বিষ দেওয়া হত। খেজুরির বহু মানুষ হার্মাদদের অত্যাচারে শহিদ হয়েছেন পুলিশ, প্রশাসনের সম্মতিতে। তাঁরা  মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। এই শান্তি, এই গণতন্ত্র, এই বাক স্বাধীনতা চিরস্থায়ী হোক। তিনি ২০১০ সালে এসেছিলেন। ২০১১ থেকে ২০১৯ সালেও এসেছিলাম। তিনি মানুষের পাশে সর্বদা এভাবেই থাকতে চান।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post