কলকাতার এক কোম্পানির মাছে করোনাভাইরাসের নমুনা মেলায় তার রফতানি সমসাময়িক বন্ধ করল চিন। ওই কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে সামুদ্রিক মাছ রফতানি করে। শুক্রবার চিনের সরকার জানিয়েছে, ওই কোম্পানির পাঠানো সামুদ্রিক মাছের তিনটি নমুনায় ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
১১ নভেম্বর চিনা শুল্ক দফতর জানিয়েছে, ওই কোম্পানির রফতানি করা প্যাকেজের বাইরের অংশ থেকে নমুনা নেওয়া হয়েছে। বরফে জমানো সামুদ্রিক মাছ ছিল তাতে। এক সপ্তাহের জন্য ওই কোম্পানির রফতানি বন্ধ করা হয়েছে। একসপ্তাহ পর স্বাভাবিকভাবেই রফতানি চালু হয়ে যাবে। এই সপ্তাহেই চিন ইন্দোনেশিয়ার একটি কোম্পানির রফতানি এক সপ্তাহের জন্য বন্ধ করেছিল।
Post a Comment
Thank You for your important feedback