চারজনকে পিটিয়ে খুন জামুরিয়ায়, প্রতিশোধ নিতেই হত্যার ছক

পুরোনো শত্রুতার জেরেই চার ব্যক্তিকে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি বৃহ্স্পতিবার রাতে ঘটেছে আসানসোলের কাছে জামুরিয়ায়। সাধু মাঝি নামে এক ব্যক্তি জামুরিয়ার শিবপুর এলাকার এক মদের দোকানে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। সেখানেই ঘুমন্ত অবস্থায় থাকা মদের দোকানের চার কর্মীকে লাঠির আঘাত করতে থাকে। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপরই সেখান থেকে চম্পট দেয় সাধু। 


খবর পেয়ে ঘটনাস্থলে জমায়েত হয় স্থানীয় মানুষজন। চলে আসে জামুরিয়া থানার পুলিশ। দেহ উদ্ধারের সময় আচমকা সেখানে ফিরে আসে অভিযুক্ত সাধু মাঝি। পুলিশের সামনেই জমায়েত মানুষের ভিড়ে ফের লাঠি চালাতে থাকে সে। লাঠির ঘায়ে মৃত্যু হয় আরেকজনের। এরপরই উপস্থিত জনতাই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। 



স্থানীয় মানুষদের অভিযোগ, রাত বারোটা নাগাদ প্রথম ঘটনা ঘটলেও পুলিশ এসে পৌঁছায় রাত দুটো নাগাদ। ফলে দ্বিতীয়বার অভিযুক্ত ফের হত্যালীলা চালাতে পারে। মৃতদের নাম অম্বুজ মণ্ডল(৪০), প্রশান্ত সাহা(৫৮), সুবোধ বাউরি(৬১) এবং কালিয়া ভুঁইঞা (৬০)। এরমধ্যে কালিয়ার বাড়ি বাঁকুড়ায়, তিনি মেয়ের বাড়ি এসেছিলেন। জানা যাচ্ছে, দিন কয়েক আগে ওই দেশি মদের দোকানে মদ্যপ অবস্থায় গোলমাল করে সাধু মাঝি নামে অভিযুক্ত।

 


মদের দোকানের মালিক তাঁকে মারধোর করে বলেই অভিযোগ। সেই গোলমালের ঘটনায় পুলিশ গ্রেফতারও করেছিল সাধুকে। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েই প্রতিশোধ নিতে এই হামলা করেছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সাধু মাঝি যথেষ্ঠই বদমেজাজি স্বভাবের। এর আগেও একটি ধর্ষণের মামলা ও নিজের মাকে খুনের চেষ্টাতেও গ্রেফতার হয়েছিল সে। এবার চারজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে সাধু মাঝিকে।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post