বীরসা মুণ্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে মতুয়া ওয়ালফেয়ার বোর্ড গঠনও করার কথাও জানান তিনি। সেখানে প্রায় ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে। বাগদি ও বাউড়িদের জন্য বোর্ড গঠনের কথা বলেন মুখ্যমন্ত্রী। বাগদি, বাউরি ও মতুয়া এই তিনটি সাংস্কৃতিক বোর্ড কালচারাল বোর্ডের সদর দফতর কোথায় হবে, দায়িত্বে কারা থাকবেন, তাও তিনি জানান। বাঁকুড়ায় হবে বাউড়ি সাংস্কৃতিক বোর্ড, বাগিদের বোর্ড হবে বর্ধমানে, মতুয়াদের ঠাকুরনগরে। বাউরি ও বাগদিরা পাবেন ৫ কোটি টাকা। মতুয়ারা পাবেন ১০ কোটি।
মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে তিনি একগুচ্ছ নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন। জানান, এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্যমিত্রের বদলে চালু হবে বাংলা সহায়তা কেন্দ্র। সেখানে ২ জন করে কর্মী থাকবেন কম্পিউটার নিয়ে। সেখান থেকে বিনা পয়সায় সমস্ত তথ্য পাওয়া যাবে। বিনা পয়সায় এই সাহায্য মিলবে। প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে তোপ দেগেটেন তিনি।
নয়া এই আইনে ফসলের দাম বাড়বে ও সেইসঙ্গে কালোবাজারিও বেড়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি। জাতিগত শংসাপত্র বিতরণের কাজ অতি দ্রুত শেষ করার বিষয়ে নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে বনদফতরের কাজ নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বনদফতরের প্রায় ৮৭.৫০ শতাংশ কাজ বাকি রয়েছে । অতিদ্রুত সেই কাজ নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
Post a Comment
Thank You for your important feedback