আরও ৪৩টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। ভারতে এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রক মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জানিয়েছে, এই অ্যাপগুলি দেশের প্রতিরক্ষা, সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ২৯ জুন ও ২ সেপ্টেম্বর একই যুক্তিতে বহু মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।
২৯ জুন ৫৯ এবং ২ সেপ্টেম্বর ১১৮টি অ্যাপ বন্ধ করা হয়েছিল।এদিন যেসব অ্যাপ বন্ধ হল তার মধ্যে রয়েছে, আলিবাবা ওয়ার্কবেঞ্চ, আলিপে ক্যাশিয়ার, লালামুভ ইন্ডিয়া, স্ন্যাক ভিডিও, ক্যামকার্ড, সোল, ডেট ইন এশিয়া, উইডেট, ট্রুলি এশিয়ান, ট্রুলি চাউনিজ, চায়না লাভ, গাইস ওনলি ডেট, ক্যাশিয়ার ওয়ালেট, ম্যাঙ্গে টিভি, হ্যাপি ফিসের মতো চিনা অ্যাপ।
Post a Comment
Thank You for your important feedback