চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে নাঃ মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে সরকার। এরমধ্যেই বুধবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। ফলে ২০২১ সালের এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সরাসরি বসার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে গত মার্চমাস থেকেই রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। গত মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথে স্থগিত হয়ে যায়। পরে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত হলে আর পরীক্ষা নেওয়ার সুযোগ হয়নি। ফলে তিনটি পরীক্ষা বাকি থাকলেও গড় নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে হয়।

 


 বর্তমানে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস চলছে। এই পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্ট হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সেই ধোঁয়াশা দূর করলেন। প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর ডিসেম্বর মাসে হয় উচ্চমাধ্যমিকের টেস্ট। করোনা আবহের জন্যই এবার টেস্ট পরীক্ষা না নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। কিন্তু মূল পরীক্ষা দুটি সময়েই হবে কিনা সেটা নিয়ে কিছু বলেননি তিনি। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হচ্ছে তা শিক্ষাদফতর মারফত জানানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post