সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। ইন্টিরিয়র ডেকোরেটর অন্বয় নাইকের আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মুম্বই পুলিস গ্রেফতার করেছে তাঁকে। শীর্ষ আদালত বুধবার তাঁকে এবং তাঁর সঙ্গেই আরও দুই অভিযুক্তকে জামিন দিয়েছে। ষুনানির সময় অর্ণবের আইনজীবী হরিশ সালভে জানান, অন্বয়ের কোম্পানি প্রায় সাতবছর ধরেই দেনাগ্রস্ত। হতে পারে তিনি আগে নিজের মাকে খুন করে আত্মঘাতী হয়েছিলেন।
অর্ণব সবাইকেই তাদের প্রাপ্য ঠিকসময়ে দিয়েছেন। ২০১৮ সালের এই মামলা ফের শুরু করার জন্য রায়গড় পুলিশের সিদ্ধান্ত সঠিক ও আইনগতভাবে বৈধ ছিল না। মহারাষ্ট্র সরকারের পক্ষে কপিল সিবাল বলেন, নিম্ন আদালতে যে মামলার শুনানি চলছে তা শীর্ষ আদালতে শুনানি হতে পারে না। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তখন জানতে চান, জেরা করার জন্য অর্ণবকে কেন পুলিশি হেফাজতে নিতে হবে? তাঁর বিরুদ্ধে কি প্ররোচনার সরাসরি কোনও অভিযোগ আছে? এই মামলায় ব্যক্তি স্বাধীনতার প্রশ্নও জড়িত। ৫০ হাজার টাকার বন্ডে অবিলম্বে অর্ণবকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Post a Comment
Thank You for your important feedback