করোনা আবহে এই প্রথমবার কোনও জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রশাসনিক সভা ও কয়েকটি বিক্ষোভ মিছিলে যোগ দিলেও বুধবার বাঁকুড়ায় ঘোষিত জনসভায় বক্তৃতা দিলেন তিনি। আর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বক্তৃতায় ছিল সেই আগাগোড়া অগ্রাসী মনোভাব। তাঁর ভাষণের আগাগোড়াই ছিল বিজেপিকে আক্রমণের সুর। এদিন রাজ্যকে বিজেপি শূন্য, সিপিএম শূন্য করার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘একটা একটা করে সব আসন বুঝে নেব। একটাতেও বিজেপি থাকবে না। একটাতেও সিপিএম থাকবে না’।
বুধবার বাঁকুড়ার শুনুকপাহাড়ি ময়দানের জনসভায় মুখ্যমন্ত্রীকে বহুদিন পর দেখা গেল পুরোনো মেজাজে। বিরোধী দলগুলিকে আক্রমণ করার পাশাপাশি এদিন তিনি দলীয় নেতা-কর্মীদেরও সতর্ক করেন। তিনি বলেন, কে কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সবটাই আমি জানি। কিন্তু কিছু বলছি না। তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ‘বাই চান্স’ যদি বিজেপি চলে আসে তাই আগেভাগে যোগাযোগ রাখি। আমি বলি বাই চান্সেও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না।
এরপরই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘রাজনীতিতে তিন ধরনের লোক থাকে। লোভী, ভোগী আর ত্যাগী। সিপিএম হচ্ছে আজ সবচেয়ে বড় লোভী। বিজেপি হল ভোগী। আর তৃণমূল দল যদি করতে হয় তবে আপনাদের হতে হবে ত্যাগী’। এরপরই তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, ভোট এলেই তৃণমূলকে ভয় দেখানো শুরু হয়। যাতে তৃণমূল নেতারা ভয় পেয়ে ওদের সঙ্গে চলে যায়। ওরা বলে, হয় ঘরে থাকো, নয়তো জেলে থাকো। মনে রাখবেন, এই সব চমকানি, ধমকানি, টাকার কাছে আমি ভয় পাই না। তোদের ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার কর। আমি জেলে থাকব। আমি জেলে থেকে বাংলাকে জেতাব। এই চ্যালেঞ্জ করে গেলাম’।
বিজেপির পাশাপাশি এদিন সিপিএমকেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। সিপিএমকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘সিপিএমকে দেখে আরও লজ্জা হয়। সব নির্লজ্জ। এরা বিজেপি–র পায়ে পড়েছে নিজেদের চুরি থেকে বাঁচানোর জন্য। সারদা–নারদা কিন্তু ওরাই করেছে’। ভোটের মুখে বিজেপি ও সিপিএম টাকা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষকে সতর্ক করেও তাঁর পরামর্শ, ‘টাকা দিলে সেই টাকা নিয়ে নেবেন। মনে রাখবেন, ওই টাকা আপনাদের টাকা। ওদের টাকা নয়। নেবেন টাকা, ভোটের বাক্স করবেন ফাঁকা। ঠিক আছে? এখন থেকে মনে রাখবেন, টাকাটা ওদের নয়’।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। চারদিনের বাঁকুড়া সফরের মাঝেই দলীয় সভা করে মুখ্যমন্ত্রী সুর চড়ালেন বিজেপি ও সিপিএমের প্রতি। কারণ লোকসভা নির্বাচনের পর বিজেপি শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অপরদিকে সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে ভালো ফল করেছে বাম দলগুলি। তাই এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Post a Comment
Thank You for your important feedback