মনোনয়ন তোলেননি সৌরভ, আইসিসির নতুন চেয়ারম্যান বার্কলে

 

আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। মঙ্গলবার আনায়াসেই সহজেই সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে হারিয়ে দিয়েছেন গ্রেগ। তিনি জিতেছেন ১১–৫ ভোটে। একসময় সৌরভ গাঙ্গুলির নাম নিয়ে আইসিসি-র চেয়ারম্যান পদের জন্য জল্পনা হয়েছিল। তবে বিসিসিআই প্রধান সৌরভ মনোনয়নপত্র তোলেননি। 

২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদে রয়েছেন বার্কলে। অকল্যান্ডের বাসিন্দা বার্কলে আইনজীবী।। ২০১৫ সালে নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়ায় আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ডিরেক্টরও ছিলেন তিনি। তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে আরও একবার ক্রিকেটের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং ঘুরে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।‌

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post