ভারতে এল রাশিয়ার করোনা টিকা স্পুতনিক ভি। হায়দরাবাদের ডা. রেড্ডিস ল্যাবরেটরিজে এই টিকা এসেছে। যেখানে তা রাখা হয়েছে সেই টিকা ট্রাক থেকে নামানো ও কোল্ড স্টোরেজের ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
মনে করা হচ্ছে, শীঘ্রই এই টিকার পরীক্ষা শুরু হয়ে যাবে। এই টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা ভারতে করা হবে। এব্যাপারে ডা. রেড্ডিস ল্যাবরেটরিজের তরফে কিছু বলা হয়নি। এই পরীক্ষার পরই চূড়ান্ত হবে এই টিকা ভারতীয়দের দেওয়া যাবে কিনা।
এখনও পর্যন্ত রাশিয়ার টিকা নিরাপদ বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন। রাশিয়ায় এর প্রয়োগ সফল হয়েছে। এই টিকার সাফল্যের হার ৯২ শতাংশ, এমনই দাবি রাশিয়ার স্বাস্থ্যবিভাগের। টিকা দেওয়ার ২১ দিন পর সমীক্ষা করে মিলেছে এই তথ্য। কোনও বিরূপ প্রতিক্রিয়া হয়নি। তবে যাদের নিয়ে পরীক্ষা হয়েছে,তাদের সংখ্যা নেহাতই কম। এর আগে ফাইজার বায়োটেকও দাবি করেছে, তাদের টিকা ৯০ ভাগেরও বেশি কার্যকর।
إرسال تعليق
Thank You for your important feedback