বহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টিমে এলেন আরও দুই ভারতীয় বংশোদ্ভূত। হোয়াইট হাউসের করোনা সংক্রান্ত পরামর্শদাতা বোর্ডে মনোনীত হয়েছেন ডা. বিবেক মূর্তির সঙ্গে ডা. অতুল গাওয়ান্ডে। এর আগে অতুল বিল ক্লিন্টনের সময়েও স্বাস্থ্য সংক্রান্ত টাস্ক ফোর্সে ছিলেন।
আগামী ২০ জানুয়ারি জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের শপথ নেওয়ার কথা। তাঁদের নতুন টিমে এসেছেন বাঙালি অরুণ মজুমদার ও কিরণ আহুজা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক অস্ত্রশস্ত্র বিশেষজ্ঞ অরুণবাবুর টিমে রয়েছেন রামমূর্তি রমেশ। কিরণ আহুজা এর আগেও হোয়াইচ হাউসে কাজ করেছেন। ছিলেন বারাক ওবামার মানবাধিকার বিভাগে। বিভিন্ন বিভাগে সবমিলিয়ে ২১ জন ভারতীয় বংশোদ্ভূতকে বাইডেনের টিমে নেওয়া হয়েছে। পেন্টাগনে বড় জায়গা পাচ্ছেন ট্রাম্প অনুগামী কুশ প্যাটেল।
এছাড়াও, টিম বাইডেনে রয়েছেন সুমনা গুহ। তিনি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকে কাজ করেছেন।এছাড়াও রয়েছেন পুনীত তলওয়ার, দিলপ্রীত সিন্ধু, পভনীত সিং, অরুণ বেঙ্কটরমন, প্রবীণা রাঘবন, আত্মন ত্রিবেদী, আশা এম জর্জ, শুভশ্রী রামনাথন, ভাব্যা লাল, শীতল শেঠ, অশ্বিন ভাসন, মীরা শেষমনি, রাজ দে, সীমা নন্দ, রাজ নায়েক, রীনা আগরওয়াল, দিব্যা কুমারাইয়া, কুমার চন্দ্রন, অনীশ চোপড়া।
إرسال تعليق
Thank You for your important feedback