করোনায় উদ্বেগ বাড়িয়ে চলেছে দিল্লি

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭,২৮,৭৯৫ জন। নতুন করে সংক্রমিত ৪৪,৮৭৮ জন। নতুন মৃত্যু ৫৪৭, মোট মৃত ১,২৮,৬৮৮ জন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অ্যাক্টিভ কেস গত ২৪ ঘণ্টায় ৪,৭৪৭ কমে হয়েছে ৪,৮৪,৫৪৭। মোট সুস্থ ৮১,১৫,৫৮০ জন। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছ দেশের রাজধানী। গত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লিতে। মারা গিয়েছেন ১০৪ জন। বৃহস্পতিবারই রাজধানীতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল। সেদিন দিল্লিতে আক্রান্ত হয়েছিলেন ৭,০৫৩ জন। মোট সংক্রমিত ৪,৬৭,০২৮ জন। সবমিলিয়ে করোনায় মারা গিয়েছেন ৭,৩৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯,০৩৫ জন। ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর দিল্লিতে মোট ৭৬৮ মারা গিয়েছেন। অক্টোবরে দিল্লিতে মারা গিয়েছেন ১,১২৪ জন। দেওয়ালির মরসুম ও বায়ুদূষণের জন্যই পরিস্থিতি খারাপ হয়েছে।


এরই পাশাপাশি ভালো খবর পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ সুস্থ হয়েছেন রাজ্যে, ৪,৪৫৩ জন। মোট সুস্থ এখন ৩,৮১,১৪৯ জন। সুস্থতার হার ৯০.৫৭ শতাংশ। মোট মৃত ৭,৫০৬। নতুন মৃত্যু ৫৪ জনের। বৃহস্পতিবার মোট আক্রান্ত ৩,৮৫৬ জন, মোট সংক্রমিত ৪,২০,৮৪০। কলকাতায় নতুন মৃত ১৭, উত্তর ২৪ পরগনায় মৃত ১১ জন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم