ISL-এ এবারই প্রথম সুযোগ ইস্টবেঙ্গলের এবং এখন ওই স্থানীয় লিগের মতো প্র্যাকটিস নয়। ISL-এ মোহনবাগান সহ দেশের সেরা দলগুলি আছে এবং এই দলগুলি দেশের নানা ব্যবসায়ী কিংবা সেলিব্রেটির পয়সাতে চলে তার সাথে রয়েছে বিজ্ঞাপন ফলে ট্রফি জয়ের জন্য সবকটা দলই ঝাঁপাবে তা বলাই বাহুল্য। ইস্টবেঙ্গল দলটি কিনেছে শ্রী সিমেন্ট নামক ভারতের বিখ্যাত সিমেন্ট সংস্থা। তারা ট্রফির থেকেও নিজেদের বিজ্ঞাপনই চাইবে বেশি কাজেই যত বেশি দল মাঠে নামবে ততই তাদের প্রচার। সাথে সমর্থকও চাই। আসলে একদম ইউরোপিয়ান ধাঁচে দল গড়ছে ক্লাবগুলি।
রবি ফাউলার ইউরোপ ও অস্ট্রেলিয়ার এক বিখ্যাত কোচ। বিশ্বের তাবড় তাবড় দলের সঙ্গে বা বিপক্ষে তাঁর কাজ। তিনি দলের দায়িত্ব নিয়েই বুঝেছে এই দলের প্রধান পুঁজি ' আবেগ।' কিন্তু তিনি এও বুঝেছেন শুধু আবেগ দিয়ে টুর্নামেন্ট জেতা যায় না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন দলের ছাত্রদের, আবেগ ছাড়ো, মস্তিষ্ক দিয়ে ফুটবলটা খেলতে হবে। দল নির্বাচন করতে বাঙালি, অবাঙালি বা বিদেশি নিয়ে তার কোনও দুর্বলতা নেই। সেরা দলই তিনি নামাবেন মোহনবাগানের বিরুদ্ধে। সেইভাবেই চলছে প্রস্তুতি |
Post a Comment
Thank You for your important feedback